০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫৫)। অন্যদিকে এ ঘটনায় নিহত আরেকজন নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চুনারুঘাট যাচ্ছিলেন রুমেল মিয়াসহ পাঁচজন যাত্রী। পথে চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে রুমেল মিয়া ও এক নারী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট পাঠানো হয়েছে।

হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৬:২১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫৫)। অন্যদিকে এ ঘটনায় নিহত আরেকজন নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চুনারুঘাট যাচ্ছিলেন রুমেল মিয়াসহ পাঁচজন যাত্রী। পথে চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে রুমেল মিয়া ও এক নারী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট পাঠানো হয়েছে।