আলাপ-আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের দ্রুত উপায় খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) গণভবনে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
আজ সকাল নয়টায় গণভবনে তাঁদের এ সাক্ষাতে দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নানান ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কতো তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করা যায়, সেই চেষ্টা করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশে রুশ দূতাবাসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী যান ধানমন্ডি বত্রিশ নম্বরে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সের্গেই ল্যাভরভ।
জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উর্ধ্বতন কর্মকর্তারা সেসময় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন। এদিকে, দুদিনের সফর শেষে দুপুরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।