ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের জামাই এলেন, এবার হবে ‘জামাই আদর’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের দিল্লিতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লিতে আসেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক।

জি-২০ সম্মেলন প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য বিশেষ কিছু।’ ‘ভারতের জামাই’ প্রসঙ্গে সুনাক বলেন, ‘আমি কোথাও দেখেছি, আমাকে ভারতের জামাই বলে উল্লেখ করা হয়। এটা আমি বেশ উপভোগ করি। আমি একটি স্পষ্ট বিষয় নিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছি। আর তা হলো বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল ও আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৪৩ বছর বয়সী সুনাক বলেন, ভারতে আসতে পেরে তিনি যারপনাই আনন্দিত। ভারত সবসময় তাঁর কাছে খুবই কাছের ও প্রিয়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রীও ছিলেন। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি বৈঠক করবেন।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনাককে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনের বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন।

এর বাইরে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন

ভারতের জামাই এলেন, এবার হবে ‘জামাই আদর’

আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের দিল্লিতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লিতে আসেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক।

জি-২০ সম্মেলন প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য বিশেষ কিছু।’ ‘ভারতের জামাই’ প্রসঙ্গে সুনাক বলেন, ‘আমি কোথাও দেখেছি, আমাকে ভারতের জামাই বলে উল্লেখ করা হয়। এটা আমি বেশ উপভোগ করি। আমি একটি স্পষ্ট বিষয় নিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছি। আর তা হলো বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল ও আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৪৩ বছর বয়সী সুনাক বলেন, ভারতে আসতে পেরে তিনি যারপনাই আনন্দিত। ভারত সবসময় তাঁর কাছে খুবই কাছের ও প্রিয়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রীও ছিলেন। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি বৈঠক করবেন।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনাককে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনের বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন।

এর বাইরে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।