জামায়াতের মিছিলে পুলিশের বাধা, আটক ৪২

- আপডেট সময় : ০৭:০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৬০৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় ৪২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া ককটেলসহ বেশ কিছু বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ হতে জানানো হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী জোনের উপ-পুুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল হাসান তালুকদার।
তিনি বলেন, কোন অনুমতি ছাড়া জামায়াতের নেতাকর্মীরা সড়কে এসে মিছিল করে। এসময় আমরা ককটেল বিস্ফোরণের শব্দ পাই। পরে তাদের মিছিলটি আটকে দেওয়া। এসময় ৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। ককটেলও উদ্ধার করা হয়েছে।
সকলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে শুরু হয়। একপর্যায়ে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।