ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গুকে ইস্যু বানিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু জ্বরকে ইস্যু বানিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। কিন্তু সাধারণ মানুষ তাদের অপ্রপ্রচারে বিভ্রান্ত হচ্ছে না। বরং বিএনপিকেই তারা ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বলে অভিহিত করছেন।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বহিঃবিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনন্য উচ্চতায় রয়েছে। অথচ বিএনপি এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, জি-২০ সম্মেলনে দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নিয়মিত বাংলাদেশ সফর করছেন। এতেই প্রমাণিত হয়, বহিঃবিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ভালো।

এতে বিচলিত হয়েই বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সবশেষ তারা ডেঙ্গু জ্বরকে ইস্যু বানিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুকে ইস্যু বানিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু জ্বরকে ইস্যু বানিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। কিন্তু সাধারণ মানুষ তাদের অপ্রপ্রচারে বিভ্রান্ত হচ্ছে না। বরং বিএনপিকেই তারা ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বলে অভিহিত করছেন।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বহিঃবিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনন্য উচ্চতায় রয়েছে। অথচ বিএনপি এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, জি-২০ সম্মেলনে দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা নিয়মিত বাংলাদেশ সফর করছেন। এতেই প্রমাণিত হয়, বহিঃবিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ভালো।

এতে বিচলিত হয়েই বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সবশেষ তারা ডেঙ্গু জ্বরকে ইস্যু বানিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।