সমালোচনা সহ্য করে না, অন্যের অস্তিত্ব বিশ্বাস করে না এটা আওয়ামী লীগের জন্মগত রোগ বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্যের সমালোচনা সহ্য করে না, যারা অন্যের অস্তিত্ব বিশ্বাস করে না, তাদের আচরণ এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না। আজ অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছেন। অনেকে তো দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। সুতরাং এর নিন্দা করেও লাভ নেই। তাদের (এ সরকারের) পতন ঘটাতে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লড়াইটাই এখন আমরা করছি।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি মহিলা মন্ত্রণালয় গঠন করেছিলেন। যাতে নারীরা সমঅধিকার ভোগ করতে পারেন। নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তোলেন। আজ দেখবেন বিভিন্ন সেক্টরে নারীরা কাজ করছেন। জিয়াউর রহমানের আমলেই দেশে প্রথম নারী পাইলট নিয়োগ দেওয়া হয়েছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ শতাধিক নেতাকর্মী।