Dhaka ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জয় নিয়ে মাঠ ছাড়লো পর্তুগাল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৬০ দেখেছেন

মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা মিলছিল না পর্তুগাল ও স্লোভাকিয়ার। একই অবস্থা ছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও। তবে রোনালদো গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও স্বাগতিক স্লোভাকিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।

আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। অবশেষ প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩তম মিনিট পর্তুগিজদের লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। ম্যানসিটি তারকা বার্নার্ডো সিলভার পাস থেকে গোলটি করেন তিনি। এর আগেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি রোনালদোর দল।

এ দিকে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হন রোনালদো। উল্টো ম্যাচের ৬২ মিনিটে স্লোভাকিয়া গোলরক্ষক মার্টিন ডুব্রাভকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখতে হয়েছে সিআরসেভেনকে। বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন আল-নাসরের এই তারকা। তাতে কিছুটা হতাশ হয়েছেন সিআরসেভেন নিজেও। তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত হওয়ায় কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

৫ ম্যাচে শতভাগ জয়ে জে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এদিকে পর্তুগালের কষ্টার্জিত জয়ের রাতে গোল উৎসব করেছে স্পেন ও ক্রোয়েশিয়া।

শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় হামলাকারীরা: ওবায়দুল কাদের

জয় নিয়ে মাঠ ছাড়লো পর্তুগাল

আপডেট : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা মিলছিল না পর্তুগাল ও স্লোভাকিয়ার। একই অবস্থা ছিল পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও। তবে রোনালদো গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও স্বাগতিক স্লোভাকিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।

আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউই। অবশেষ প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩তম মিনিট পর্তুগিজদের লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। ম্যানসিটি তারকা বার্নার্ডো সিলভার পাস থেকে গোলটি করেন তিনি। এর আগেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি রোনালদোর দল।

এ দিকে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হন রোনালদো। উল্টো ম্যাচের ৬২ মিনিটে স্লোভাকিয়া গোলরক্ষক মার্টিন ডুব্রাভকার মুখে আঘাত করে হলুদ কার্ড দেখতে হয়েছে সিআরসেভেনকে। বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন আল-নাসরের এই তারকা। তাতে কিছুটা হতাশ হয়েছেন সিআরসেভেন নিজেও। তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত হওয়ায় কিছুটা স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

৫ ম্যাচে শতভাগ জয়ে জে গ্রুপের শীর্ষে পর্তুগাল। এদিকে পর্তুগালের কষ্টার্জিত জয়ের রাতে গোল উৎসব করেছে স্পেন ও ক্রোয়েশিয়া।