০৭:০৬ অপরাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশের জনগণের কাছে মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা নেই : এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টি, অর্থাৎ এবি পার্টি অভিযোগ করে বলেছে—গণতন্ত্রকে চূড়ান্তভাবে হত্যা করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে সরকার; তাই তারা ছলেবলে, জোরজবরদস্তি করে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায় তারা। নেতারা বলেন, দেশের মন্ত্রী-উপদেষ্টাদের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের এক দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু।

দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে সকাল ১১টায় বিজয় নগরের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-উপদেষ্টারা এখন নানা দেশের সরকার প্রধানদের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। দেশের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

মন্জু আরও বলেন, ‘আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের চতুর্মুখী দ্বন্দ্বে সরকার সুবিধা নিতে মরিয়া, যা দেশকে ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রকে চুড়ান্তভাবে হত্যা করে তারা বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে। তারা চায় ছলেবলে, জোরজবরদস্তি করে আরেকটি প্রহসনের নির্বাচন করতে।’

সভাপতির বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব ও যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, শাহাদাতুল্লাহ টুটুল, প্রমুখ।

নাইকো মামলা: ১২ সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ

দেশের জনগণের কাছে মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা নেই : এবি পার্টি

আপডেট : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

আমার বাংলাদেশ পার্টি, অর্থাৎ এবি পার্টি অভিযোগ করে বলেছে—গণতন্ত্রকে চূড়ান্তভাবে হত্যা করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে সরকার; তাই তারা ছলেবলে, জোরজবরদস্তি করে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায় তারা। নেতারা বলেন, দেশের মন্ত্রী-উপদেষ্টাদের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের এক দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু।

দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে সকাল ১১টায় বিজয় নগরের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে দলের সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-উপদেষ্টারা এখন নানা দেশের সরকার প্রধানদের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। দেশের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

মন্জু আরও বলেন, ‘আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের চতুর্মুখী দ্বন্দ্বে সরকার সুবিধা নিতে মরিয়া, যা দেশকে ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রকে চুড়ান্তভাবে হত্যা করে তারা বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর পায়তারা করছে। তারা চায় ছলেবলে, জোরজবরদস্তি করে আরেকটি প্রহসনের নির্বাচন করতে।’

সভাপতির বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব ও যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, শাহাদাতুল্লাহ টুটুল, প্রমুখ।