Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পেলের রেকর্ডটা এখন নেইমারের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৬০ দেখেছেন

সৌদি আরবের প্রো লিগে চলে গেছেন। মাত্র ৩১ বছর বয়সে এমন সিদ্ধান্তে নেইমারের শেষের শুরু বলে মনে করছিলেন অনেকে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে নেমেই নেইমার দেখালেন, এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর।

আজ ভোরে ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম পদক্ষেপ ফেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে বেলিমে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল স্বাগতিক দল। নেইমার ও রদ্রিগোর জোড়া গোলে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

এতে ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নেইমারের হয়ে গেল। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো পেলে ৭৭ গোল করেছিলেন। ১২৪ ম্যাচে এখন নেইমারের গোল ৭৯টি।

তবে নেইমারেরেই রেকর্ড ছেলেদের ফুটবলে। কারণ, মেয়েদের জাতীয় দলের হয়ে মার্তা ১১৫ গোল করেছেন।

ম্যাচের ৬১ মিনিটে পেলেকে ছাড়িয়ে গেছেন নেইমার। পেনাল্টি বক্সের ভেতরে একটা নিচু ক্রস এলে, মাথা ঠাণ্ডা রেখে দূরের পোস্টে বল পাঠান নেইমার। তবে এর বহু আগেই পেলেকে ছাড়িয়ে যেতে পারতেন। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি পেয়েছিলেন, কিন্তু গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের নাম্বার টেন।

এর ৭ মিনিট পরই এগিয়ে যায় ব্রাজিল। রদ্রিগোর এই গোলেই সন্তুষ্ট থাকতে হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেছেন রাফিনিয়া। ৪৭ মিনিটে নেইমারের পাস থেকে বার্সেলোনা ফরোয়ার্ড গোল করেছেন। ৫৩ মিনিটে এসেছে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্পালা। ব্রুনো গিমারেসের দারুণ এক থ্রু বল থেকে গোল করেন রদ্রিগো।

৭৮ মিনিটে এক গোল শোধ করে বলিভিয়া। কিন্তু যোগ করা সময়ে নেইমারের দ্বিতীয় গোল ব্রাজিলের বড় জয় নিশ্চিত করে। বাছাইপর্বে আজকের অন্য ম্যাচে মার্সেলো বিয়েলসার অধীনে নিজেদের প্রথম জয় পেয়েছে উরুগুয়ে। নিকোলাস দে লা ক্রুসের জোড়া গোলে চিলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে।

পেলের রেকর্ডটা এখন নেইমারের

আপডেট : ০৭:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

সৌদি আরবের প্রো লিগে চলে গেছেন। মাত্র ৩১ বছর বয়সে এমন সিদ্ধান্তে নেইমারের শেষের শুরু বলে মনে করছিলেন অনেকে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে নেমেই নেইমার দেখালেন, এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর।

আজ ভোরে ২০২৬ বিশ্বকাপের পথে প্রথম পদক্ষেপ ফেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে বেলিমে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল স্বাগতিক দল। নেইমার ও রদ্রিগোর জোড়া গোলে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

এতে ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নেইমারের হয়ে গেল। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো পেলে ৭৭ গোল করেছিলেন। ১২৪ ম্যাচে এখন নেইমারের গোল ৭৯টি।

তবে নেইমারেরেই রেকর্ড ছেলেদের ফুটবলে। কারণ, মেয়েদের জাতীয় দলের হয়ে মার্তা ১১৫ গোল করেছেন।

ম্যাচের ৬১ মিনিটে পেলেকে ছাড়িয়ে গেছেন নেইমার। পেনাল্টি বক্সের ভেতরে একটা নিচু ক্রস এলে, মাথা ঠাণ্ডা রেখে দূরের পোস্টে বল পাঠান নেইমার। তবে এর বহু আগেই পেলেকে ছাড়িয়ে যেতে পারতেন। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি পেয়েছিলেন, কিন্তু গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের নাম্বার টেন।

এর ৭ মিনিট পরই এগিয়ে যায় ব্রাজিল। রদ্রিগোর এই গোলেই সন্তুষ্ট থাকতে হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেছেন রাফিনিয়া। ৪৭ মিনিটে নেইমারের পাস থেকে বার্সেলোনা ফরোয়ার্ড গোল করেছেন। ৫৩ মিনিটে এসেছে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্পালা। ব্রুনো গিমারেসের দারুণ এক থ্রু বল থেকে গোল করেন রদ্রিগো।

৭৮ মিনিটে এক গোল শোধ করে বলিভিয়া। কিন্তু যোগ করা সময়ে নেইমারের দ্বিতীয় গোল ব্রাজিলের বড় জয় নিশ্চিত করে। বাছাইপর্বে আজকের অন্য ম্যাচে মার্সেলো বিয়েলসার অধীনে নিজেদের প্রথম জয় পেয়েছে উরুগুয়ে। নিকোলাস দে লা ক্রুসের জোড়া গোলে চিলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে।