০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মশা বাড়ছে তাই ডেঙ্গুরোগীও বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা বাড়ছে তাই ডেঙ্গুরোগীও বাড়ছে, বাড়ছে মৃত্যুও। এজন্য সবার আগে মশা মারতে হবে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ‘ডে’ উপলক্ষে আন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না। ইতিমধ্যে সাতশ’র বেশি মৃত্যু হয়েছে। দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে। কার্যকর ব্যবস্থা নিয়েছে। এজন্য মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। মশা মারতে সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকলে মিলে কাজ করলে করোনার মতো ডেঙ্গুও নিয়ন্ত্রন করা সম্ভব।

কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

৬ বিশিষ্ট নাগরিককে সংস্কারের দায়িত্ব দিলেন ড. ইউনূস

মশা বাড়ছে তাই ডেঙ্গুরোগীও বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা বাড়ছে তাই ডেঙ্গুরোগীও বাড়ছে, বাড়ছে মৃত্যুও। এজন্য সবার আগে মশা মারতে হবে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ‘ডে’ উপলক্ষে আন্তঃবিভাগের বেশ কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না। ইতিমধ্যে সাতশ’র বেশি মৃত্যু হয়েছে। দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে। কার্যকর ব্যবস্থা নিয়েছে। এজন্য মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। মশা মারতে সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকলে মিলে কাজ করলে করোনার মতো ডেঙ্গুও নিয়ন্ত্রন করা সম্ভব।

কর্নেল মালেক মেডিকেল হাসপাতাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।