আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীত বিএনপির গণমিছিলের পর নয়াপল্টনে এক সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এক দফা দাবি আদায়ে এবার কোন ছাড় দেবে না বিএনপি। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আরও বুকে সাহস নিয়ে, শক্তি নিয়ে, রাস্তায় নেমে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। আজ কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ সমস্ত দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে তাদের পরাজিত করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনারা ভিজছেন, কষ্ট করছেন। আরও সামনে কষ্ট হবে। কিন্তু এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
এসময় বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকার তৈরি করে তার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট ও সরকার গঠন করতে হবে।’
এর আগে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা’র ১ দফা দাবিতে রাজধানীতে দুটি গণমিছিল করে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে গণ মিছিল করে মহানগর উত্তর ও দক্ষিন বিএনপি।
উত্তরের গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেল, মৌচাক, শান্তিনগর, কাকরাইল দিয়ে নয়া পল্টনে এসে শেষ হয়।
দক্ষিণের মিছিলটি কমলাপুর রেল স্টেশনের কাছ থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়া পল্টনে আসে। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।