সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা পরিষ্কার নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনে সাংবাদিকদের অধিকার সুরক্ষা করা হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমিতে আয়োজিত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চতুর্থ বর্ষ পালন অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে। তাই, সবার সাথে কথা বলে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে।
সকাল থেকে ঢাকার বাংলা একাডেমিতে শুরু হওয়া বিজেসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকদের কর্মক্ষেত্রের ঝুঁকি, সুরক্ষা, বেতন বৈষম্যসহ নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। এছাড়াও জোড় দাবি জানান, গণমাধ্যমকর্মী আইন বাস্তবায়নের। রাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ না করলে দাবি আদায় সম্ভব না বলেও মত দেন সিনিয়র সাংবাদিকরা।