বিএনপি এখন হতাশায় নিমজ্জিত: কাদের
- আপডেট সময় : ০৩:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
বিদেশিদের পাশে না পেয়ে বিএনপি এখন হতাশায় ডুবেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পদযাত্রা এখন পশ্চাৎযাত্রায় পরিণত হয়েছে। আজ (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব বলেন ওবায়দুল কাদের। লোক দেখানো আন্দোলন করলেও গোপনে গোপনে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশ সামনে রেখে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকেল গড়াতেই সেখানে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
তারা বলেন, বিদেশিদের কাছে নালিশ করে লাভ না হওয়ায় বিএনপি এখন সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। এই অপরাজনীতি দেশের জনগণ সমর্থন করবে না বলেও জানান নেতারা।
শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির পদযাত্রা এখন পশ্চাৎযাত্রায় পরিণত হয়েছে। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর প্রমাণ করে শেখ হাসিনা সরকারের পক্ষে সমর্থন রয়েছে বিশ্ব নেতাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, উপরে উপরে আন্দোলন করলেও, তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মনোনয়ন বাণিজ্য করতে তারেক রহমান নির্বাচন করবে বলেও জানান তিনি।