রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৭ সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না: রুহিন হোসেন প্রিন্স প্রশাসনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে: মান্না মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ আ. লীগের নেতারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত অন্তর্বর্তী সরকারে বিপ্লব বিরোধী উপদেষ্টাদের অপসারণের দাবি বিএনপির মাঠে আছি, আপনারা নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান ছবির নায়ক প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ মল্লিকার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা বিকল্প পথ নির্মাণ না করে সেতু ভাঙন, ভোগান্তি অধিনায়ক হয়েই কাল মাঠে নামছেন সাকিব ডিবি কার্যালয়ে কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না: কর্নেল অলি গডফাদার ও টাকা পাচারকারীদের জননী শেখ হাসিনা : রিজভী ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’ কয়েক ঘণ্টার মধ্যে ৬০০ জনকে গুলি করে মারল আল-কায়েদা লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়াল
ব্রেকিং নিউজ :
রোববার পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা ::: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাটের ১২ ইউনিয়নের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী; তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত ::: কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ::: শেরপুরে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়েছে, লোকালয়ে প্রবেশ করেছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ::: নেত্রকোণায় সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্ট ও কংসের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচে

ডেঙ্গুর অজুহাতে স্যালাইনের কৃত্রিম সংকটের অভিযোগ

অনলাইন ডেস্ক / ২০৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
ডেঙ্গুর অজুহাতে স্যালাইনের কৃত্রিম সংকটের অভিযোগ

ডেঙ্গুর প্রকোপের সুযোগে রোগীর চাহিদা বাড়ায় তৈরি করা হয়েছে স্যালাইনের কৃত্রিম সংকট। ১০০ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। কোথাও কোথাও হাসপাতালেও স্যালাইন পাচ্ছে না আক্রান্ত। এ অবস্থায় শুধু খতিয়ে দেখার আশ্বাসই দিচ্ছে প্রশাসন। একজন ডেঙ্গু রোগীর দিনে স্যালাইন লাগে এক থেকে দুই লিটার। আর এই সালাইন সময়মতো জোগাড় করতে না পারলে রয়েছে প্রাণ সংশয়।

ডেঙ্গুর প্রকোপ বাড়ায়, বেড়েছে এই স্যালাইনের চাহিদা। আর এ সুযোগে অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম। বরিশালে ১০০ টাকা এই স্যালাইন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

বরিশাল সদরের বাসিন্দা আলতাফ মিয়া বলেন, “স্ত্রী হাসপাতালে ভর্তি। শুক্রবার বিকাল থেকে স্যালাইন খুঁজছি। শহরের ওষুধের দোকানগুলো তন্নতন্ন করে খুঁজেছি। কোথাও পাইনি। শনিবার দুপুরে হাসপাতাল মোড়ের একটি দোকানে পেয়েছি। কিছু আগেই তারা সাপ্লাই পেয়েছে”।

যশোরের অবস্থা আরও খারাপ। সেখানে ডিএনএসসহ গ্লুকোজ স্যালাইনের দাম নেওয়া হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। অথচ গায়ে লেখা দাম ৮৫ থেকে ১০০ টাকা।

পিরোজপুর ও লক্ষ্মীপুরে সরকারি-বেসরকারি হাসপাতাল, ফার্মেসিতে স্যালাইনের সংকট। পাওয়া গেলেও কিনতে হচ্ছে তিন গুণ দামে।

লক্ষ্মীপুর সদরের সোলাইমান শিকদার বলে, “বাজারে স্যালাইনের সংকট রয়েছে। একটি ফার্মেসিতে সব রকমের স্যালাইন নেই। একটি ফার্মেসিতে এক প্রকার পাবেন, তো আর চার প্রকার নেই। ফলে রোগীর চাহিদা অনুসারী স্যালাইন খুঁজতে স্বজনরা দোকান ঘুরতে ঘুরতে হয়রান হচ্ছে”।

টাঙ্গাইলে ডেঙ্গু রোগী বাড়লেও সবাইকে স্যালাইন দেওয়া যাচ্ছে না জানিয়েছেন চিকিৎসকরা।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুছ বলেন, “সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিতে স্যালাইনের চাহিদা বৃদ্ধির কারণে সব রোগীকে হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ সম্ভব হচ্ছে ফলে রোগীরা বাহিরের দোকান থেকে স্যালাইন কিনছে”।

আর এ অভিযোগের জবাবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

“জেলায় ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় বেড়েছে তরল স্যালাইনের চাহিদা। আর এই সময় স্যালাইনের সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে। এ সুযোগে ফায়দা লুটার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। তবে বাজার তদারকি করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে”- বলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

শুধু গ্লুকোজ নয়, বাড়ানো হয়েছে খাওয়ার স্যালাইনের দাম। এ অবস্থা কিছু ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

আর ঔষধ ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন কোম্পানিগুলো তাদের কাছে স্যালাইন সরবরাহ না করে নিজেদেরে লোক দিয়ে বাড়তি দামে বিক্রির অভিযোগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ