ব্রাজিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না, আশ্বস্ত করলেন লুলা
- আপডেট সময় : ০৬:২২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
আগামী বছরের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সেখানে গেলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ভারতে চলমান জি-২০ সম্মেলনের সাইডলাইনে সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট এ কথা জানান।
ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, ২০২৪ সালের জি-২০ সম্মেলনের আগে রাশিয়ায় গিয়ে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন লুলা।
তিনি বলেন, আমার মনে হয় পুতিন সহজে ব্রাজিলে যেতে পারেন। আমি আপনাকে বলতে পারি যে, যতক্ষণ আমি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি আর তিনি (পুতিন) যদি আসেন তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে না।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন না পুতিন। ভারতে চলমান জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
আইসিসি তার বিচারিক ক্ষমতা শুধু সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি। তবে ব্রাজিল রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ। কিন্তু লুলার এই মন্তব্যের পর তার কার্যালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।