ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মরক্কোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দেশটির ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরক্কোতে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির জাতীয় দলের ফুটবল খেলোয়াড়রা। আহতদের চিকিৎসায় রক্ত দিয়েছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমিসহ অন্যান্য ফুটবলাররা। এছাড়া বাতিল করা হয়েছে আফ্রিকা কাপ অফ নেশন্সের বাছাই পর্বের খেলাটিও।

এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তদানের ছবি শেয়ার করার পাশাপাশি রক্তদান যে সকলের মানবিক দায়িত্ব তাও মনে করিয়ে দিয়েছেন আশরাফ হাকিমি। তিনি লিখেছেন, ‘মানুষের সংকট মুহূর্তে রক্তদানকে অগ্রাধিকার দিতে হবে। রক্তদান প্রত্যেকের জন্য দায়িত্ব যাতে আমরা যতো বেশি পারি জীবন বাঁচাতে পারি।’ যারা জীবন হারিয়েছে তাদের জন্য আমার হৃদয় নিংড়ানো শোক।’

এদিকে, মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক পালিত হচ্ছে। একইসাথে বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির রাজা।

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার রাতে মরোক্কোয় আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এতে ভেঙ্গে পড়ে বহু ভবন এবং স্থাপনা। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই হাজারেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মরক্কোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দেশটির ফুটবলাররা

আপডেট সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোতে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির জাতীয় দলের ফুটবল খেলোয়াড়রা। আহতদের চিকিৎসায় রক্ত দিয়েছেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমিসহ অন্যান্য ফুটবলাররা। এছাড়া বাতিল করা হয়েছে আফ্রিকা কাপ অফ নেশন্সের বাছাই পর্বের খেলাটিও।

এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তদানের ছবি শেয়ার করার পাশাপাশি রক্তদান যে সকলের মানবিক দায়িত্ব তাও মনে করিয়ে দিয়েছেন আশরাফ হাকিমি। তিনি লিখেছেন, ‘মানুষের সংকট মুহূর্তে রক্তদানকে অগ্রাধিকার দিতে হবে। রক্তদান প্রত্যেকের জন্য দায়িত্ব যাতে আমরা যতো বেশি পারি জীবন বাঁচাতে পারি।’ যারা জীবন হারিয়েছে তাদের জন্য আমার হৃদয় নিংড়ানো শোক।’

এদিকে, মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক পালিত হচ্ছে। একইসাথে বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির রাজা।

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার রাতে মরোক্কোয় আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এতে ভেঙ্গে পড়ে বহু ভবন এবং স্থাপনা। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই হাজারেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।