ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্টার প্লাসে ‘অনুরাগের ছোঁয়া’ হয়ে গেলো ‘ছুঁ কর মেরে মন কো’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে শুরু হচ্ছে সূর্য-দীপার সফর! অফ স্ক্রিনে দুজনের মনোমালিন্য় নিয়ে যতই রটনা জারি থাক না কেন, অনস্ক্রিনে তাঁদের রসায়ন যে বরাবরই নজরকাড়া তা আবারও প্রমাণিত হয়ে গেল। এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরের দর্শক দেখবে ‘অনুরাগের ছোঁয়া’। বাংলা সিরিয়ালের হিন্দি সংস্করণ এখন জলভাত, তবে রিমেক নয় ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের এপিসোড ডাবিং করে সম্প্রচারিত হবে স্টার জলসায়। অর্থাৎ দিব্যোজ্যতি দত্ত আর স্বস্তিকা ঘোষের ভক্তরা এবার শুরু থেকে এই মেগা সিরিয়াল দেখবার সুযোগ পেতে চলেছেন।

সিরিয়ালের নাম রাখা হয়েছে ‘ছুঁ কর মেরে মন কো’। শনিবারই সামনে এসেছে প্রোমো। দিন কয়েক আগে ‘মন ফাগুন’-এর ডাবিং ভার্সন হইচই ফেলেছিল স্টার প্লাসের পর্দায়, সেই ট্রেন্ড ফলো করে বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত বাংলা মেগা এবার হিন্দিতে দেখা যাবে! স্বভাবতই উচ্ছ্বসিত দিব্যজ্যোতি। হিন্দুস্তান টাইমস বাংলাক অভিনেতা বললেন- ‘ভালো কিছু হলে তো খুশি হওয়ারই কথা। কিন্তু যখন কিছু ভালো ব্যাপার সম্পর্কে আপনি আগে থেকে জানেন না সেটা ঘটে গেলে আরও ভালো লাগে। আমি নিজেই জানতাম না যে আমাদের সিরিয়ালটা স্টার প্লাসে সম্প্রচারিত হতে চলেছে, তো স্বাভাবিকভাবেই দারুণ লাগছে’। এক নাগাড়ে অভিনেতা বলে চললেন- ‘গোটা দেশ যে চ্যানেল দেখে সেখানে আমাদের মেগাটা সম্প্রচারিত হবে, আমাদের নাম যাবে, পরিচালকদের নাম যাবে, এসভিএফ-এর নাম যাবে। এটা বড় ব্যাপার। সবাই তো বাংলা বোঝে না, তাই এটা আরও বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে। আসলে দর্শকদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব হয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় দর্শক অনুরাগের ছোঁয়া দেখছ বলেই সবটা সম্ভবপর হয়েছে’।

সোশ্যাল মিডিয়ায় সেই প্রোমোও শেয়ার করে নেন দিব্যজ্যোতি। কমেন্ট বক্সের একদম উপরে জ্বলজ্বল করছে স্বস্তিকা ঘোষের মন্তব্য, ‘কংগ্রাচুলেশনস টু আস’। ওদিকে জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প। সব ভুল বোঝাবুঝি শেষ, সূর্য জেনে গিয়েছে সোনা-রূপা তাঁরই সন্তান। দীপার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে সে। এতকিছুর মাঝেই সূর্য ফাঁস করেছে তাঁর নতুন ‘বেবি’র কথা। কে সেই বেবি? সূর্যর সেই সন্তান হল তাঁর নতুন অডি গাড়ি। প্রায় কোটি টাকা মূল্যের এই গাড়িটি তাঁকে উপহার হিসাবে দিয়েছে তাঁর বাবা, সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিয়েছিলেন নায়ক। এই ব্যাপারে প্রশ্ন করতেই মুচকি হেসে জবাব, ‘বাবা আমাকে হেলপ না করলে গাড়িটা আমি নিতে পারতাম না, ওটা অধিকাংশটাই বাবার অবদান’।

সদ্যই ২৪-এ পা দিয়েছেন দিব্যজ্যোতি। গত সপ্তাহেই ছিল তাঁর জন্মদিন। আর জন্মদিনের আগেই তাঁকে এই গাড়ি উপহার দিয়েছেন বাবা। ২০১৭ সালে জি বাংলার ‘জয়ী’ সিরিয়ালের হাত ধরে ধারাবাহিকে এন্ট্রি। এরপর ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’তে নজর কাড়েন। দিব্যজ্যোতির মহিলা ভক্তের সংখ্যা অগুণতি। প্রসঙ্গত, ১৮ই সেপ্টেম্বর থেকে দুপুর ৩টের সময় সম্প্রচারিত হবে ‘ছুঁ কর মেরে মন কো’। সুত্র : হিন্দুস্টান টাইমস

https://www.instagram.com/p/Cw-ZQJmSx4K/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 

নিউজটি শেয়ার করুন

স্টার প্লাসে ‘অনুরাগের ছোঁয়া’ হয়ে গেলো ‘ছুঁ কর মেরে মন কো’

আপডেট সময় : ০৭:১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

নতুন করে শুরু হচ্ছে সূর্য-দীপার সফর! অফ স্ক্রিনে দুজনের মনোমালিন্য় নিয়ে যতই রটনা জারি থাক না কেন, অনস্ক্রিনে তাঁদের রসায়ন যে বরাবরই নজরকাড়া তা আবারও প্রমাণিত হয়ে গেল। এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরের দর্শক দেখবে ‘অনুরাগের ছোঁয়া’। বাংলা সিরিয়ালের হিন্দি সংস্করণ এখন জলভাত, তবে রিমেক নয় ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের এপিসোড ডাবিং করে সম্প্রচারিত হবে স্টার জলসায়। অর্থাৎ দিব্যোজ্যতি দত্ত আর স্বস্তিকা ঘোষের ভক্তরা এবার শুরু থেকে এই মেগা সিরিয়াল দেখবার সুযোগ পেতে চলেছেন।

সিরিয়ালের নাম রাখা হয়েছে ‘ছুঁ কর মেরে মন কো’। শনিবারই সামনে এসেছে প্রোমো। দিন কয়েক আগে ‘মন ফাগুন’-এর ডাবিং ভার্সন হইচই ফেলেছিল স্টার প্লাসের পর্দায়, সেই ট্রেন্ড ফলো করে বর্তমান সময়ের সবচেয়ে চর্চিত বাংলা মেগা এবার হিন্দিতে দেখা যাবে! স্বভাবতই উচ্ছ্বসিত দিব্যজ্যোতি। হিন্দুস্তান টাইমস বাংলাক অভিনেতা বললেন- ‘ভালো কিছু হলে তো খুশি হওয়ারই কথা। কিন্তু যখন কিছু ভালো ব্যাপার সম্পর্কে আপনি আগে থেকে জানেন না সেটা ঘটে গেলে আরও ভালো লাগে। আমি নিজেই জানতাম না যে আমাদের সিরিয়ালটা স্টার প্লাসে সম্প্রচারিত হতে চলেছে, তো স্বাভাবিকভাবেই দারুণ লাগছে’। এক নাগাড়ে অভিনেতা বলে চললেন- ‘গোটা দেশ যে চ্যানেল দেখে সেখানে আমাদের মেগাটা সম্প্রচারিত হবে, আমাদের নাম যাবে, পরিচালকদের নাম যাবে, এসভিএফ-এর নাম যাবে। এটা বড় ব্যাপার। সবাই তো বাংলা বোঝে না, তাই এটা আরও বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে। আসলে দর্শকদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব হয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় দর্শক অনুরাগের ছোঁয়া দেখছ বলেই সবটা সম্ভবপর হয়েছে’।

সোশ্যাল মিডিয়ায় সেই প্রোমোও শেয়ার করে নেন দিব্যজ্যোতি। কমেন্ট বক্সের একদম উপরে জ্বলজ্বল করছে স্বস্তিকা ঘোষের মন্তব্য, ‘কংগ্রাচুলেশনস টু আস’। ওদিকে জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প। সব ভুল বোঝাবুঝি শেষ, সূর্য জেনে গিয়েছে সোনা-রূপা তাঁরই সন্তান। দীপার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে সে। এতকিছুর মাঝেই সূর্য ফাঁস করেছে তাঁর নতুন ‘বেবি’র কথা। কে সেই বেবি? সূর্যর সেই সন্তান হল তাঁর নতুন অডি গাড়ি। প্রায় কোটি টাকা মূল্যের এই গাড়িটি তাঁকে উপহার হিসাবে দিয়েছে তাঁর বাবা, সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিয়েছিলেন নায়ক। এই ব্যাপারে প্রশ্ন করতেই মুচকি হেসে জবাব, ‘বাবা আমাকে হেলপ না করলে গাড়িটা আমি নিতে পারতাম না, ওটা অধিকাংশটাই বাবার অবদান’।

সদ্যই ২৪-এ পা দিয়েছেন দিব্যজ্যোতি। গত সপ্তাহেই ছিল তাঁর জন্মদিন। আর জন্মদিনের আগেই তাঁকে এই গাড়ি উপহার দিয়েছেন বাবা। ২০১৭ সালে জি বাংলার ‘জয়ী’ সিরিয়ালের হাত ধরে ধারাবাহিকে এন্ট্রি। এরপর ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’তে নজর কাড়েন। দিব্যজ্যোতির মহিলা ভক্তের সংখ্যা অগুণতি। প্রসঙ্গত, ১৮ই সেপ্টেম্বর থেকে দুপুর ৩টের সময় সম্প্রচারিত হবে ‘ছুঁ কর মেরে মন কো’। সুত্র : হিন্দুস্টান টাইমস

https://www.instagram.com/p/Cw-ZQJmSx4K/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again