ইউএস ওপেনের নতুন রানি কোকো গফ
- আপডেট সময় : ০৬:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫২ বার পড়া হয়েছে
সেরেনা উইলিয়ামসের পর প্রথম কোনো আমেরিকান টিন এজার জিতলেন ইউএস ওপেন। ইউএস ওপেনের নতুন রানি কোকো গফ। ফাইনালে এগিয়ে থেকেও ২-১ সেটে হারলেন সাবালেঙ্কা। তবে হেরেও সোমবার নতুন ডব্লিউটিএ র্যাঙ্কিয়ের শীর্ষে উঠে আসবেন বেলারুশ তারকা। তবে ম্যাচের শুরুটা ছিল আরিনা সাবালেঙ্কার। প্রথম সেট জিতে নেন ৬-২ গেমে। বেলারুশ তারকার ফোরহ্যান্ডে যেন কুলকিনারা পাচ্ছিলেন না কোকো গফ।
প্রথম সে তো সব সময় বিশেষ। আর তা যদি হয় গ্র্যান্ডস্লাম। ফ্লাশিং মিডোসে ইতিহাস লিখলেন কোকো গফ। ইউএস ওপেনের নতুন রানী ১৯ বছর বয়সী তারকা। ম্যাচ জিতে সোজা চলে গেলেন গ্যালারিতে জয়ের আনন্দশ্রু এক হলো বাবা-মেয়ের।
তবে ঘরের মাঠের সমর্থনে আত্মবিশ্বাস ফিরে পায় গফ। টানা দুই সেট নিজের করে নেন স্বাগতিক তারকা। সেট জিতেন ৬-৩, ৬-২ গেমে। এতে করে ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম কোনো আমেরিকান টিন এজার জিতল ইউএস ওপেন।
চ্যাম্পিয়ন কোকো গফ বলেন, প্রথমবার আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি ঘরের মাঠে শিরোপা জয় সত্যি দারুণ। সামনে এটা কঠিন ম্যাচ ছিল। তবে আমার মনে হয় আমি দারুণ করেছি। ম্যাচে ফোকাস ছিলাম। আজ নিজেকে নিয়ে গর্ব হচ্ছে।
দারুণ একটা বছর কাটিয়েছেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছর শুরু, তবে শেষটা রাঙাতে পারেননি। মাঝে রোলা গারো আর উইম্বলডনে খেলেছেন সেমিফাইনাল।
সাবালেঙ্কা বলেন, আমি র্যাঙ্কিং নিয়ে কখেনো ভাবিনি। শুধু খেলায় ফোকাস করেছি। আশা করি সামনে আরও অনেক ফাইনালে কোকোর সঙ্গে দেখা, তবে ভিন্ন ফল নিয়ে।
শিরোপা না জিতলেও সোমবার নতুন ডব্লিউটিএ র্যাঙ্কিয়ের শীর্ষে উঠে আসবেন আরিনা সাবালেঙ্কা। আর ফাইনাল জিতে তিনে কোকো গফ।