৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৪৯ বার পড়া হয়েছে

সরকার ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে স্যালাইনের অভাব না থাকলেও বাইরে স্যালাইনের অভাব দেখা দেওয়ায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুততম সময়ে এসব স্যালাইন দেশে আসবে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমদানির সিদ্ধান্ত মোতাবেক এসব স্যালাইন দ্রুততম সময়ের মধ্যে দেশে আসবে। এছাড়া স্থানীয়ভাবেও স্যালাইন উৎপাদন চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ কাজ করে যাচ্ছে। ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সিটি করপোরেশনের যেসব কাজ করার কথা স্বাস্থ্য মন্ত্রণায়লও সেসব বিষয় নিয়ে কাজ করছে। তবে যতদিন ডেঙ্গু মশা কমবে না, ততদিন ডেঙ্গু রোগীও কমবে না। তাই মন্ত্রী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।