০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবার গায়েব চীনা প্রতিরক্ষামন্ত্রী!

কয়েক মাস নিখোঁজ থাকার পর গত জুলাইয়ের শেষদিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সাবেক চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। এরপরও তাঁকে আর কোথাও দেখা যায়নি। এবার খোঁজ মিলছে না আরেক চীনা মন্ত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রায় ১৫ দিন ধরে কোথাও দেখা যাচ্ছে না চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। তাঁকেও কি গুম করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং?

হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি চীনের উত্তরপূর্বাঞ্চলে বিশেষ পর্যবেক্ষণে যান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আহ্বান জানান। সেনাবাহিনীর মধ্যে শিক্ষা ও ব্যবস্থাপনার ওপর জোর দেন। কিন্তু সঙ্গে ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

এমন এক সময়ে ব্যাপারটি আলোচনায় এল, যার কয়েকদিন আগে জাপানে থাকা মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল চীনা দুই মন্ত্রীর ব্যাপারে জানতে চান। তিনি প্রশ্ন করেন, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং রকেট ফোর্সের সাবেক জেনারেল ও প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু কোথায় গেলেন?

এরই মধ্যে এই মন্ত্রীর গায়েব হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শুরু হয়েছে জল্পনা। গত ২৯ আগস্ট শেষবার দেখা গিয়েছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীকে। সেই সময় চীন-আফ্রিকা শান্তি ও সুরক্ষা ফোরামের বৈঠক হয়েছিল বেইজিংয়ে। তিনি উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি।

এর আগে হুট করেই গায়েব হয়ে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। টানা কয়েক মাস তাঁর কোনো খোঁজ ছিল না। এখনো নেই। পরে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এসব ক্ষেত্রে শি জিনপিং সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ। বলা হচ্ছে, যাকেই তিনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন, তাঁকেই সরিয়ে ফেলছেন।

এবার গায়েব চীনা প্রতিরক্ষামন্ত্রী!

আপডেট : ০৫:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

কয়েক মাস নিখোঁজ থাকার পর গত জুলাইয়ের শেষদিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সাবেক চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। এরপরও তাঁকে আর কোথাও দেখা যায়নি। এবার খোঁজ মিলছে না আরেক চীনা মন্ত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রায় ১৫ দিন ধরে কোথাও দেখা যাচ্ছে না চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। তাঁকেও কি গুম করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং?

হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি চীনের উত্তরপূর্বাঞ্চলে বিশেষ পর্যবেক্ষণে যান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আহ্বান জানান। সেনাবাহিনীর মধ্যে শিক্ষা ও ব্যবস্থাপনার ওপর জোর দেন। কিন্তু সঙ্গে ছিলেন না প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।

এমন এক সময়ে ব্যাপারটি আলোচনায় এল, যার কয়েকদিন আগে জাপানে থাকা মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল চীনা দুই মন্ত্রীর ব্যাপারে জানতে চান। তিনি প্রশ্ন করেন, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং রকেট ফোর্সের সাবেক জেনারেল ও প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু কোথায় গেলেন?

এরই মধ্যে এই মন্ত্রীর গায়েব হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) শুরু হয়েছে জল্পনা। গত ২৯ আগস্ট শেষবার দেখা গিয়েছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীকে। সেই সময় চীন-আফ্রিকা শান্তি ও সুরক্ষা ফোরামের বৈঠক হয়েছিল বেইজিংয়ে। তিনি উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি।

এর আগে হুট করেই গায়েব হয়ে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। টানা কয়েক মাস তাঁর কোনো খোঁজ ছিল না। এখনো নেই। পরে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এসব ক্ষেত্রে শি জিনপিং সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ। বলা হচ্ছে, যাকেই তিনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন, তাঁকেই সরিয়ে ফেলছেন।