ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। ব্রিটিশ হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, আগামীকাল সকালে তিনি পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নেবেন। সংলাপে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওই দিন রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ অতিথির সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে।

প্রায় দুই বছর পর আয়োজিত এই সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন। তবে ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে।

একই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়া যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

আপডেট সময় : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। ব্রিটিশ হাইকমিশনে বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, আগামীকাল সকালে তিনি পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নেবেন। সংলাপে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওই দিন রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ অতিথির সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে।

প্রায় দুই বছর পর আয়োজিত এই সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন। তবে ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে বলে জানা গেছে।

একই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়া যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে।