শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে: অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৯ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে শিগগির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। লেনদেন ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারও স্থিতিশীল হবে।
সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
এ লক্ষ্যে সরকারের বেশকিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া পাঁচ হাজারের ডলারের বেশি প্রবাসী আয়ের উৎস প্রদর্শনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাইপ লাইনে থাকা বৈদেশিক অর্থায়ন ছাড়করণ ত্বরান্বিত করা হচ্ছে।
এদিকে, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আপাতত কলরেট পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা নেই। এছাড়া, কপিরাইট বিল-২০২৩ ও বাংলাদেশ বিমান বিল-২০২৩ সংসদে পাস হয়েছে।