ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোহলির যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সঙ্গে তাঁর যে একটা ‘প্রেমময়’ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে সেঞ্চুরি না হলেই বরং আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এত তাড়াতাড়ি এই রেকর্ড কেউ করেননি। অবশ্য বেশি মানুষের সৌভাগ্যও হয়নি এই চূড়া স্পর্শ করার। ওয়ানডেতে আজ ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সেটাও করেছেন মাত্র ২৬৭ ইনিংসে। ওয়ানডেতে ১৩ হাজার রান যারা করেছেন, কেউই এত তাড়াতাড়ি এই রেকর্ড করতে পারেননি। শচীন টেন্ডুলকারের লেগেছে ৩২১ ইনিংস, রিকি পন্টিংয়ের ৩৪১, কুমার সাঙ্গাকারার ৩৬৩ ও সনৎ জয়াসুরিয়ার ৪১৬।

শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, নাসিম শাহ আর শাদাব খানদের বেধড়ক পেটানোর দিনে নিজের ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সঙ্গে তাঁর যে একটা ‘প্রেমময়’ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে সেঞ্চুরি না হলেই বরং আশ্চর্য হওয়ার মতো ঘটনা ঘটত। এই নিয়ে এই স্টেডিয়ামে টানা চারটি ওয়ানডে সেঞ্চুরি করলেন কোহলি।

সেঞ্চুরি করার পথে লোকেশ রাহুলের সঙ্গে গড়েছেন ২১৬ রানের অবিচ্ছিন্ন জুটি। এশিয়া কাপে ভারতের এর চেয়ে বড় জুটি নেই। গত এশিয়া কাপ থেকে এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাতটা সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। যে গতিতে এগোচ্ছেন, তাতে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে বেশিদিন লাগবে না!

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোহলির যত রেকর্ড

আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সঙ্গে তাঁর যে একটা ‘প্রেমময়’ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে সেঞ্চুরি না হলেই বরং আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এত তাড়াতাড়ি এই রেকর্ড কেউ করেননি। অবশ্য বেশি মানুষের সৌভাগ্যও হয়নি এই চূড়া স্পর্শ করার। ওয়ানডেতে আজ ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সেটাও করেছেন মাত্র ২৬৭ ইনিংসে। ওয়ানডেতে ১৩ হাজার রান যারা করেছেন, কেউই এত তাড়াতাড়ি এই রেকর্ড করতে পারেননি। শচীন টেন্ডুলকারের লেগেছে ৩২১ ইনিংস, রিকি পন্টিংয়ের ৩৪১, কুমার সাঙ্গাকারার ৩৬৩ ও সনৎ জয়াসুরিয়ার ৪১৬।

শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, নাসিম শাহ আর শাদাব খানদের বেধড়ক পেটানোর দিনে নিজের ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সঙ্গে তাঁর যে একটা ‘প্রেমময়’ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে সেঞ্চুরি না হলেই বরং আশ্চর্য হওয়ার মতো ঘটনা ঘটত। এই নিয়ে এই স্টেডিয়ামে টানা চারটি ওয়ানডে সেঞ্চুরি করলেন কোহলি।

সেঞ্চুরি করার পথে লোকেশ রাহুলের সঙ্গে গড়েছেন ২১৬ রানের অবিচ্ছিন্ন জুটি। এশিয়া কাপে ভারতের এর চেয়ে বড় জুটি নেই। গত এশিয়া কাপ থেকে এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাতটা সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। যে গতিতে এগোচ্ছেন, তাতে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে বেশিদিন লাগবে না!