ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিউজিল্যান্ডের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ২৪ দিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৩তম আসরের। ভারততে বসতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সম্পূর্ণ ভিন্ন রূপে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা।

বিশ্বকাপের জন্য খেলোয়াড় নির্বাচিত হয়েছে তাদের পরিবারের সদস্যরা ভিডিওর মাধ্যমে সে নামটি বলেছে। এইভাবে একে একে প্রতিটি খেলোয়াড়ের পরিবারের একজন/দুইজন সদস্য নাম ও জার্সি নম্বর উল্লেখ করে দল ঘোষণা করেছে।

নিউজিল্যান্ড দলের বড় চমক অধিনায়ক কেইন উইলিয়ামসনের ফেরা। আইপিএলের সবশেষ আসরে চোট পান কিউই অধিনায়ক। এতে শঙ্কায় পড়ে তার বিশ্বকাপে খেলা। অনেকে ধারণা করেছিলেন বিশ্বকাপ খেলা হবে না উইলিয়ামসনের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত তাকেই অধিনায়ক করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে ভারতীয় বংশোদ্ভুত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন ব্যাটসম্যান উইল ইয়ংও। জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের মতো তারকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড :
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউজিল্যান্ডের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট সময় : ০৭:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ২৪ দিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৩তম আসরের। ভারততে বসতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সম্পূর্ণ ভিন্ন রূপে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা।

বিশ্বকাপের জন্য খেলোয়াড় নির্বাচিত হয়েছে তাদের পরিবারের সদস্যরা ভিডিওর মাধ্যমে সে নামটি বলেছে। এইভাবে একে একে প্রতিটি খেলোয়াড়ের পরিবারের একজন/দুইজন সদস্য নাম ও জার্সি নম্বর উল্লেখ করে দল ঘোষণা করেছে।

নিউজিল্যান্ড দলের বড় চমক অধিনায়ক কেইন উইলিয়ামসনের ফেরা। আইপিএলের সবশেষ আসরে চোট পান কিউই অধিনায়ক। এতে শঙ্কায় পড়ে তার বিশ্বকাপে খেলা। অনেকে ধারণা করেছিলেন বিশ্বকাপ খেলা হবে না উইলিয়ামসনের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত তাকেই অধিনায়ক করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে ভারতীয় বংশোদ্ভুত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন ব্যাটসম্যান উইল ইয়ংও। জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের মতো তারকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড :
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।