পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দিয়েছে ভারত
- আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৯৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে ভারত। আজ সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টি বাধার পর দুই উইকেটে ৩৫৬ রান তুলেছে ভারত। জিততে হলে বাবর আজমদের করতে হবে ৩৫৭ রান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলা গতকালই শেষ হওয়ার কথা ছিল। ওইদিন টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে ব্যাটে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল হাফসেঞ্চুরি করেন। তবে পরপর বিদায় নেন এই দুজন। রোহিত ৫৬ আর গিল করেন ৫৯ রান।
এরপর ম্যাচের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে ম্যাচের ২৫তম ওভারের সময় বৃষ্টি শুরু হয় যা আর থামেনি। সেসময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৪৭ রান। একই স্কোরে ভারতের ইনিংস পুনরায় শুরু হয় আজ। এদিন আর কোনো উইকেটই পড়েনি ভারতের। পাকিস্তানি বোলারদের রীতিমতো তুলোধুনা করেছেন কোহলি আর রাহুল।
শাহিন আফ্রিদি, নাসুমদের শাসন করে দুজনই তুলে নেন সেঞ্চুরি। কোহলি ৯৪ বলে ৯ আর আর তিন ছয়ে করেন ১২২ রান। রাহুল ১০৬ বলে ১২ আর দুই ছয়ে করেন ১১১ রান। পাকিস্তানের শাহিন আফ্রিদি আর শাদাব খান একটি করে উইকেট নিয়েছেন।