ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির মামলায় ৯ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেয়।

২০০৭ সালে টুকুর বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করে দুদক। একই বছরের ১৫ নভেম্বর এ মামলার টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেয় আদালত।

পরে, টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেয় আপিল বিভাগ।

গেলো ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

দুর্নীতির মামলায় ৯ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেয়।

২০০৭ সালে টুকুর বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা করে দুদক। একই বছরের ১৫ নভেম্বর এ মামলার টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেয় আদালত।

পরে, টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেয় আপিল বিভাগ।

গেলো ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখে। পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।