মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে সামনে গোল্ডেন লাইন নামে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী ও রোকেয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনেসপেক্টর মিজানুর রহমান জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোল্ডেন লাইন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থল মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে পৌঁছলে প্রথমে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধাকে চাপা দেয়।
একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন নামে এক মটরসাইকেল আরোহী চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহতদের মরদেহ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গোল্ডেন লাইন যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে।
নিহত রোকেয়া বেগমের বাড়ি মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে। সে মাগুরা শহরের ভায়নায় এলাকায় মেয়ে আমেনা খাতুনের বাড়িতে থাকতো। এদিকে নিহত আনোয়ার হোসেন শহরের জুতাপট্টি এলাকায় দৃষ্টি নামে একটি প্রিটিং এন্ড প্যাকেজিং প্রতিষ্ঠানের মালিক। আনোয়ার সদরের আঠারোখাদা গ্রামের ময়েন উদ্দিন ময়নার ছেলে।