সেলফি নিয়ে গদগদ হয়ে লাভ নেই: রিজভী
- আপডেট সময় : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৯ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার যে কোনঠাসা অবস্থায় আছে তা থেকে বের হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেলফি নিয়ে প্রচার চালাচ্ছে। সেলফি নিয়ে গদগদ হয়ে লাভ নেই, সরকারের অত্যাচার- নির্যাতন ও গুম-খুনের কথা বিশ্বের সবাই জানে বলেও মন্তব্য করেন তিনি।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলছে ৫৫ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে পৌঁছার ২৪ ঘন্টার মধ্যে মারা যাচ্ছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রতিকারে সরকারের কোন উদ্যোগ নেই।
তিনি আরও বলেন, রোগ নির্ণয়ে নিম্নমানের কিট ও চিকিৎসা সরঞ্জামাদির কারণে রোগীদের বেহাল দশা। সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও টিআইবি যে সুপারিশ করেছে তাও মানছে না। মানুষ বাঁচাতে সরকারের কোন মাথাব্যাথা নেই বলেও অভিযোগ রিজভীর।
রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার জন্য মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সকল মহানগরে লিফলেট বিতরণ করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, বিএনপির আন্তজার্তিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।