বৃষ্টির মধ্যেই তুরাগে নৌকা ভ্রমণে ম্যাক্রোঁ
- আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৪৬ বার পড়া হয়েছে
বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে করেছেন ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তুরাগ তীরে পৌঁছান তিনি। পরে তিনি তুরাগ নদ ঘুরে দেখেন এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ইমানুয়েল।
নৌকাবাইচের পাশাপাশি তিনি তুরাগে জেলেদের জাল ফেলে মাছ ধরার দৃশ্যও অবলোকন করেন। এসময় ম্যাক্রোঁর তুরাগ ভ্রমণকে কেন্দ্র করে বেশ নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ে। নদে স্পিড বোর্টসহ নিরাপত্তা নৌকা টহল দিতে দেখা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাক্রোঁ। এই সময় দুই নেতার উপস্থিতিতে দুটি চুক্তি সই হয়।
এরও আগে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা এবং তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। ইমানুয়েল মাখোঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা। এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।