ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৮৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক মো. মফিজুল ইসলাম (৪০) সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া থেকে একটি শ্রমিকবাহী বাসে করে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল মফিজুল, মারুফ ও সজিব। তারা সবাই উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রীন স্মার্ট কারখানার শ্রমিকবাহী বাসের চালক। শ্রমিক আনতে মফিজুল ও সজিবের বাস রাতেই ত্রিমোহনী এলাকায় রাখা ছিল। সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার জন্য রওনা হয়। এসময় মারুফ বাসটি চালাচ্ছিল। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। খাদে পড়ার আগেই বাস থেকে মারুফ ও সজিব লাফ দিয়ে নেমে গেলেও মফিজুল নামতে পারেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আপডেট সময় : ০৭:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালক মো. মফিজুল ইসলাম (৪০) সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া থেকে একটি শ্রমিকবাহী বাসে করে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল মফিজুল, মারুফ ও সজিব। তারা সবাই উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রীন স্মার্ট কারখানার শ্রমিকবাহী বাসের চালক। শ্রমিক আনতে মফিজুল ও সজিবের বাস রাতেই ত্রিমোহনী এলাকায় রাখা ছিল। সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার জন্য রওনা হয়। এসময় মারুফ বাসটি চালাচ্ছিল। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। খাদে পড়ার আগেই বাস থেকে মারুফ ও সজিব লাফ দিয়ে নেমে গেলেও মফিজুল নামতে পারেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।