০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটক কমিয়ে আনতে ৫ ইউরো নেবে ভেনিস

  • ভ্রমণ ডেস্ক
  • আপডেট : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৮ দেখেছেন

সব দেশ চায় পর্যটক বাড়াতে। কিন্তু পর্যটক কমাতে চাইছে ইতালির শহর ভেনিসের কর্তৃপক্ষ। এ জন্য নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়, একদিনের জন্য কোনো পর্যটক ভেনিসে প্রবেশ করতে চাইলে গুনতে হবে ৫ ইউরো। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে।

ভেনিস শহরের সিটি কাউন্সিলের সদস্য সিমন ভেনতুরিনি বলেন, ইউরোপের যেসব জায়গায় বেশি পর্যটক দেখা যায়, এর মধ্যে অন্যতম এই ভেনিস। এখানে অনেক বেশি পর্যটক আসেন। এতে শহরের ক্ষতি হচ্ছে। এ জন্য ১৪ বছরের বেশি বয়সীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। তবে কেউ এখানে থেকে গেলে বাড়তি ইউরো দিতে হবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বেশ কয়েক বছর ধরেই পর্যটক সমস্যা দেখা যাচ্ছে ভেনিসে। পরিসংখ্যান বলছে, মাত্র ৭.৬ বর্গকিলোমিটারের এই শহরে ২০১৯ সালে প্রায় ১ কোটি ৩০ লাখ পর্যটক আসেন। এ বছর পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।

সিমন ভেনতুরিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা এই নিয়ম চালু করতে যাচ্ছি। এ নিয়ে বছরের পর বছর আমরা আলাপ করতে পারব না। দেখা যাক কাজ করে কিনা।’

চলতি বছরের প্রথম দিকে ইউনেসকো জানায়, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটকের কারণে ভেনিস সংকটে আছে। এ কারণে এই শহরকে সংকটাপন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করার দরকার।

এর আগে ২০২১ সালের দিকে ভেনিসে বড় জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা বলেন, এসব ক্রুজ শিপের কারণে শহরে অনেক বেশি দূষণ হচ্ছে।

তবে এবার বাড়তি ইউরোর এই উদ্যোগ কাজে দেবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জার্মানির এক পর্যটক বলছেন, এই বাড়তি ইউরো বেশি মনে হচ্ছে না। এটি পরিশোধ করেই তিনি শহরে প্রবেশ করতে রাজি আছেন। তবে অন্যরা বলছেন, শহর রক্ষা করতে কিছু একটা করা উচিত।

পর্যটক কমিয়ে আনতে ৫ ইউরো নেবে ভেনিস

আপডেট : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

সব দেশ চায় পর্যটক বাড়াতে। কিন্তু পর্যটক কমাতে চাইছে ইতালির শহর ভেনিসের কর্তৃপক্ষ। এ জন্য নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়, একদিনের জন্য কোনো পর্যটক ভেনিসে প্রবেশ করতে চাইলে গুনতে হবে ৫ ইউরো। ২০২৪ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে।

ভেনিস শহরের সিটি কাউন্সিলের সদস্য সিমন ভেনতুরিনি বলেন, ইউরোপের যেসব জায়গায় বেশি পর্যটক দেখা যায়, এর মধ্যে অন্যতম এই ভেনিস। এখানে অনেক বেশি পর্যটক আসেন। এতে শহরের ক্ষতি হচ্ছে। এ জন্য ১৪ বছরের বেশি বয়সীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। তবে কেউ এখানে থেকে গেলে বাড়তি ইউরো দিতে হবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বেশ কয়েক বছর ধরেই পর্যটক সমস্যা দেখা যাচ্ছে ভেনিসে। পরিসংখ্যান বলছে, মাত্র ৭.৬ বর্গকিলোমিটারের এই শহরে ২০১৯ সালে প্রায় ১ কোটি ৩০ লাখ পর্যটক আসেন। এ বছর পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে।

সিমন ভেনতুরিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা এই নিয়ম চালু করতে যাচ্ছি। এ নিয়ে বছরের পর বছর আমরা আলাপ করতে পারব না। দেখা যাক কাজ করে কিনা।’

চলতি বছরের প্রথম দিকে ইউনেসকো জানায়, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটকের কারণে ভেনিস সংকটে আছে। এ কারণে এই শহরকে সংকটাপন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করার দরকার।

এর আগে ২০২১ সালের দিকে ভেনিসে বড় জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা বলেন, এসব ক্রুজ শিপের কারণে শহরে অনেক বেশি দূষণ হচ্ছে।

তবে এবার বাড়তি ইউরোর এই উদ্যোগ কাজে দেবে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জার্মানির এক পর্যটক বলছেন, এই বাড়তি ইউরো বেশি মনে হচ্ছে না। এটি পরিশোধ করেই তিনি শহরে প্রবেশ করতে রাজি আছেন। তবে অন্যরা বলছেন, শহর রক্ষা করতে কিছু একটা করা উচিত।