সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ সব শান্তিরক্ষীকে লেবানন থেকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিতেও লেবাননে বিনামূল্যে খাবার সরবরাহ করছে ব্যবসায়ীরা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশের ৩০% মানুষ প্রয়োজনের চেয়ে কম খাচ্ছেন রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সাহারা মরুভূমিতে বিরল বন্যা !! সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

পুলিশ সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১৯০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
পুলিশ সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে : মির্জা ফখরুল
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে পুলিশি বাধা ও ৩০ থেকে ৪০ জন আইনজীবী গুরুতর আহতের ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এমন মন্তব্যের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেছেন, আইনকে হাতের মুঠোয় নিয়ে দেশের পুলিশ বাহিনী সমগ্র দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ এখন ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। আজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ দিয়ে হামলা চালিয়ে সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। আইনকে হাতের মুঠোয় নিয়ে দেশের পুলিশ বাহিনী দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় সরকার এক অশুভ বার্তা জানান দিল।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত—বিবেচনাহীন। অন্তহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। তাই গুন্ডামির এই নতুন রুপ দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ। আদালত প্রাঙ্গনেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয়, তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।’

বিবৃতিতে ফখরুল বলেন, ‘পুলিশ এখন শুধু বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরই নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থী আইনজীবীদেরও। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্ব—পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেওয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একইসঙ্গে পুলিশের হামলায় আহত আইনজীবীদের সুস্থতা কামনা করেন।

সরকার পতনের একদফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত ঢাকা বার থেকে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচিতে বাঁধা দেয় পুলিশ। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে পুলিশের লাঠিচার্জে শতাধিক আইনজীবী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ