ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ১০

- আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৬২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনির এক শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আর অনেকে আহত হয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত জুলাইয়ের শেষের দিকে লেবাননের আইন আল-হিলওয়েহ শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মূলধারার আন্দোলন ফাতাহ এবং ইসলামপন্থী যোদ্ধাদের মাঝে সংঘাত শুরু হয়। প্রথম দফার ওই সংঘাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
মাসব্যাপী যুদ্ধবিরতির পর গত সপ্তাহের শেষের দিকে শরণার্থী শিবিরে আবারও সংঘাত শুরু হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ফাতাহর সদস্য এবং অপর দুজন ইসলামপন্থী যোদ্ধা।
দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার শরণার্থী শিবিরের উপকণ্ঠে তাদের দুটি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এ সময় লেবাননের পাঁচ সৈন্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।