ভারতের কাছে লজ্জার হারের কারণ জানালেন বাবর
- আপডেট সময় : ০৬:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৮ বার পড়া হয়েছে
রোমাঞ্চে ঠাসা ভারত–পাকিস্তান লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। এশিয়া কাপে দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দর্শকদের সেই আকাঙ্খা অপূর্ণ থেকে যায়। সোমবার (১১ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচেও বৃষ্টি নামে। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সেখানেও বৃষ্টি। তবে, ভারত পুরো ৫০ ওভারই ব্যাট করেছে। পাকিস্তানকে হারিয়েছে ২২৮ রানের বিশাল ব্যবধানে।
একপেশে ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। পাকিস্তানের যে বোলিং লাইনআপ বর্তমানে বিশ্বের সেরা, তাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারতীয় ব্যাটাররা। অথচ, এই দলই প্রথম ম্যাচে ভারতের ১০ উইকেটের সবকটি নিয়েছে। ব্যাট হাতেও পাকিস্তানি ব্যাটাররা ছিলেন বিবর্ণ।
এমন ব্যর্থতা নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন বাবর আজম। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানান বাবর। সেখানে বাবর নিজের হতাশা লুকিয়ে রাখেননি।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বৃষ্টির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা হেরেছি ব্যাটিং ও বোলিংয়ে। ভারতীয়রা আমাদের বোলিংয়ের বিপক্ষে পরিকল্পনা করে নেমেছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটিং দেখলেই তা বোঝা যায়। সেখানেই আমরা ব্যর্থ হয়েছি।’
দুই দিনে গড়ানো খেলার দ্বিতীয় দিনে ভারতের কোনো উইকেটই ফেলতে পারেনি পাকিস্তান। দুই উইকেটে ৩৫৬ রান নিয়ে ইনিংস শেষ করে ভারত। জবাবে কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণিতে মাত্র ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। যেখানে কোহলি একাই খেলেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস। যাদব নেন ২৫ রানে পাঁচ উইকেট।