যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যৌথভাবে দুই দেশ কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পঞ্চম কৌশলগত সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে একথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাজ্যের বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচন দেখতে যায়। যুক্তরাজ্য নির্বাচনে সব ধরণের সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আমরা জানিয়েছি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরণের সক্ষমতা আমাদের রয়েছে।’
যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে রয়েছে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে আছে বলে আমাদের জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ফরেন আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।