দাঁড়িয়ে থাকা বাস যাত্রীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১১
- আপডেট সময় : ০৭:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৩ বার পড়া হয়েছে
নষ্ট হওয়ায় বাস থেকে নেমে অপেক্ষা করছিলেন যাত্রীরা। এসময় একটি ট্রাক তাঁদের ওপর উঠিয়ে দিলে ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ বুধবার ভোরে এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি রাজস্থানের পুশকার থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন যাচ্ছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি নষ্ট হওয়ার পর কিছু যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিল। এসময় ট্রাকটি বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাঁচ পুরুষ ও ছয় নারী নিহত হন।
স্থানীয় পুলিশ কর্ম কর্তা মৃদুল কাচাওয়া বলেন, বাসটিকে ঠিক করা হচ্ছিল। দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাসের বাইরে অপেক্ষা করছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বেঁচে যাওয়া বাসের এক যাত্রী জানিয়েছেন, জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে বাসটি একটি ফ্লাইওভারে উপর দাঁড়িয়ে যায়। তখন চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখন দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে এসে এটিকে সজোরে ধাক্কা মারে। আর সে সময় বাসের পেছনে যারা ছিলেন তারা পিষ্ট হয়ে মারা যান।