০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় বান্দরবানে ৩৩৭ কিলোমিটার সড়ক নষ্ট

সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে বান্দরবানে ৩৩৭ কিলোমিটার সড়কের বেহাল দশা। কিছু কিছু সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বেশীর ভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দ্রুত সড়ক মেরামতের দাবি তাদের।

বান্দরবানের রুমা, থানচি, লামা, রোয়াংছড়িসহ সাত উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩৭ কিলোমিটার সড়ক। এর মধ্যে শুধু স্থানীয় সরকার বিভাগের ৩শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সড়ক বিভাগের ১৫ কিলোমিটার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত ২২ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে।

বেশীর ভাগ সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গতর্, দেখা দিয়েছে ফাটল। তবে প্রধান সড়কের চেয়ে বিভিন্ন উপজেলার সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী। এছাড়া নষ্ট হয়ে গেছে নির্মাণাধীন অনেক সড়ক। কিছু সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব সড়কে যাতায়াত করছেন স্থানীয়রা।

সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িক মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন।

অর্থ বরাদ্দ পেলে আঞ্চলিক সড়ক গুলো মেরামত করা হবে বলে জানান স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।

সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

বন্যায় বান্দরবানে ৩৩৭ কিলোমিটার সড়ক নষ্ট

আপডেট : ০৬:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে বান্দরবানে ৩৩৭ কিলোমিটার সড়কের বেহাল দশা। কিছু কিছু সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বেশীর ভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দ্রুত সড়ক মেরামতের দাবি তাদের।

বান্দরবানের রুমা, থানচি, লামা, রোয়াংছড়িসহ সাত উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩৭ কিলোমিটার সড়ক। এর মধ্যে শুধু স্থানীয় সরকার বিভাগের ৩শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সড়ক বিভাগের ১৫ কিলোমিটার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত ২২ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে।

বেশীর ভাগ সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গতর্, দেখা দিয়েছে ফাটল। তবে প্রধান সড়কের চেয়ে বিভিন্ন উপজেলার সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশী। এছাড়া নষ্ট হয়ে গেছে নির্মাণাধীন অনেক সড়ক। কিছু সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব সড়কে যাতায়াত করছেন স্থানীয়রা।

সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িক মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন।

অর্থ বরাদ্দ পেলে আঞ্চলিক সড়ক গুলো মেরামত করা হবে বলে জানান স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।

সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।