বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৬২৮ বার পড়া হয়েছে

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন আজমতুল্লাহ ওমরজাই ও নাভিন উল হক। এই দুই ক্রিকেটার ফেরায় পেস বিভাগে শক্তি বেড়েছে আফগানদের।
এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার। এই তালিকায় আছেন করিম জানাত, গুলবাদিন নায়েব, শরিফউদ্দিন আশরাফ ও মোহাম্মদ সালিম। জানাত, সালিম ও গুলবাদিন এশিয়া কাপে ম্যাচ খেলার সুযোগ পেয়েও প্রামণ করতে পারেননি। ফলে তাদের জায়গা হয়নি বিশ্বকাপ দলে।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, আজমতুল্লাহ ওমরজাই, আবদুর রহমান, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।