ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই: ওবায়দুল হাসান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই। বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়। এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের জন্য এ পরিস্থিতি হয়। এটি ধীরে ধীরে আমাদের কাজ করার মাধ্যমে দূর হবে।

দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ তাঁর নিজস্ব গতিতে চলে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাব।

মামলাজট কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নবনিযুক্ত প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে গতিশীল করতে আইনের সংস্কারের বিকল্প নেই। এ সময় তিনি সব বিচারককে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

এ সময় বিচার অঙ্গনে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হওয়ার অনুরোধ করেন ওবায়দুল হাসান।

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই: ওবায়দুল হাসান

আপডেট সময় : ০৮:০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগকে রাজনীতিকরণের সুযোগ নেই। বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়। এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের জন্য এ পরিস্থিতি হয়। এটি ধীরে ধীরে আমাদের কাজ করার মাধ্যমে দূর হবে।

দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ তাঁর নিজস্ব গতিতে চলে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাব।

মামলাজট কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নবনিযুক্ত প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগকে গতিশীল করতে আইনের সংস্কারের বিকল্প নেই। এ সময় তিনি সব বিচারককে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

এ সময় বিচার অঙ্গনে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হওয়ার অনুরোধ করেন ওবায়দুল হাসান।