ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমি শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি: সাকিব

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সাকিব এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানেই সাকিবকে নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে এক লাইনে সাকিবের উত্তর, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’

টাইগারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, সব সময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে অবশ্য তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তীতে আবার সুযোগ আসবে, তখন তারা যেন সেটা আবার করতে পারে।

টাইগার অধিনায়ক আরও বলেন, যারা জাতীয় দলে খেলে, ক্যাপাবল বলেই খেলে। এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নেই, নতুন পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করে না। দল হিসেবে খেলতে পারলে আমাদের জন্যই ভালো।

গত রোববার (১০ সেপ্টেম্বর) দেশে ফিরেন সাকিব আল হাসান। তবে দুই দিন পর (বুধবার) আবারও শ্রীলঙ্কায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জানা যায় পরদিন সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে দেখা করেন টাইগার অধিনায়ক। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন। এরপর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন।

এরপর সাকিব প্রধানমন্ত্রীর লবিতে অপেক্ষা করেন। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়। সন্ধ‌্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে, তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এজন‌্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত‌্যাশা করছেন তিনি। পাঁচ বছর আগেও সাকিব মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন। এবারও সাকিব সংসদ নির্বাচনে আগ্রহী। এজন‌্য অনেক আগে থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

আমি শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি: সাকিব

আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সাকিব এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন। আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানেই সাকিবকে নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে এক লাইনে সাকিবের উত্তর, ‘আমি এখানে শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি।’

টাইগারদের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, সব সময় ভালো করবে এটাও না, খারাপ করবে সেটাও না। যারা ভালো করেছে অবশ্য তাদের জন্য ভালো। যারা ভালো করতে পারেনি তাদের জন্য পরবর্তীতে আবার সুযোগ আসবে, তখন তারা যেন সেটা আবার করতে পারে।

টাইগার অধিনায়ক আরও বলেন, যারা জাতীয় দলে খেলে, ক্যাপাবল বলেই খেলে। এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নেই, নতুন পুরাতন এগুলো নিয়ে আসলে চিন্তা করে না। দল হিসেবে খেলতে পারলে আমাদের জন্যই ভালো।

গত রোববার (১০ সেপ্টেম্বর) দেশে ফিরেন সাকিব আল হাসান। তবে দুই দিন পর (বুধবার) আবারও শ্রীলঙ্কায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জানা যায় পরদিন সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে দেখা করেন টাইগার অধিনায়ক। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন। এরপর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন।

এরপর সাকিব প্রধানমন্ত্রীর লবিতে অপেক্ষা করেন। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়। সন্ধ‌্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে, তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এজন‌্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত‌্যাশা করছেন তিনি। পাঁচ বছর আগেও সাকিব মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন। এবারও সাকিব সংসদ নির্বাচনে আগ্রহী। এজন‌্য অনেক আগে থেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন।