ওমেন্স এশিয়ান কাপ: ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
- আপডেট সময় : ০২:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৭০ বার পড়া হয়েছে
চলতি বছরের এপ্রিলে এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ। তাতে বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলা নিশ্চিত করেছিল লাল সবুজের দল। ভিয়েতনামে আগামী ২০-২৪ সেপ্টেম্বর হতে চলা দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোষণা করা হয়েছে ২৩ সদস্যের বাংলাদেশ দল।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় দল। বাছাইয়ের প্রথম পর্বের দল থেকে এবার একটি পরিবর্তন এসেছে। প্রথমবার জায়গা পেয়েছেন প্রতিমা মুন্ডা। ডিফেন্ডার রুমা আক্তারকে অধিনায়ক করে সাজানো হয়েছে দল। সহ-অধিনায়ক আরেক ডিফেন্ডার জয়নব বিবি রিতা।
হেড কোচের দায়িত্বে থাকছেন মাহবুবুর রহমান লিটু। সহকারী কোচ মাহমুদা আক্তার এবং গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। টিম ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাবেন মোহাম্মাদ নুরুল ইসলাম।
বি-গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিপিন্স ও স্বাগতিক ভিয়েতনাম। সব ম্যাচের ভেন্যু হ্যানোয়তে অবস্থিত ভিয়েতনামের যুব ফুটবলের ট্রেনিং সেন্টারের ইয়ানমার ফিল্ড। শক্তি, সামর্থ্য ও র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের সঙ্গে দলগুলোর রয়েছে আকাশ-পাতাল তফাৎ।
ফিফার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে আছে অস্ট্রেলিয়া। ভিয়েতমান ৩৪ ও ফিলিপাইন ৪৪তম স্থানে আছে। দলগুলোর চেয়ে বেশ পেছনে থাকা বাংলাদেশের অবস্থান ১৪২তম।
বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সংবাদ সম্মেলনে বললেন, ‘র্যাঙ্কিং কোনো ব্যাপার না। আশা করি ভালো করবে। যদিও দলগুলার পার্থক্য আছে। তারা বিশ্বকাপ খেকে। আমি বিশ্বাস করি তারা শতভাগ ভালো করবে।’
হেড কোচ মাহবুবুর রহমান লিটু বললেন, ‘আশা করি মেয়েরা প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ভালো খেলার চেষ্টা করবে। আগে মারিয়া মান্ডা মতো যারা এই দলে খেলেছে, তাদের অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। এই দলটা দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আশা করি হতাশ করবে না। দল স্বাভাবিক খেলা খেলতে পারলে ভালো কিছু হবে।’
অধিনায়ক রুমা বললেন, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমাদের লক্ষ্য তাদের সাথে ভালো খেলে বাছাইয়ের পরের রাউন্ডে যাওয়া। আমরা শতভাগ দিয়ে খেললে মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফিরব। প্রতিপক্ষ দলে অনেকে বিশ্বকাপে খেলা ফুটবলার আছে। আমরা ওদের থেকে কিছু শেখার চেষ্টা করব।’
বাংলাদেশ দল
গোলরক্ষক: জুই আক্তার,মাহলাথুই মারমা, সঙ্গীতা রানী দাস।
ডিফেন্ডার: অর্পিতা বিশ্বাস অর্পিতা, কানম আক্তার, প্রতিমা মুন্ডা, জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক) রুমা আক্তার (অধিনায়ক), নাদিয়া আক্তার জুতি, ঋতু আক্তার।
মিডফিল্ডার: কানন রানী বাহাদুর, আরিফা আক্তার, মুক্তি আক্তার, ঐশী খাতুন, মুন্নি, নুসরাত জাহান মিতু, পূজা দাস।
ফরোয়ার্ড: মোসাম্মাৎ সাগরিকা, সুলতানা আক্তার, সুরভী আকন্দ প্রীতি, শ্রীমতি তৃষ্ণা রানী, থুইনুই মারমা, উমেলাহ মারমা।
বাংলাদেশের ম্যাচের সূচি
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভিয়েতনাম (সন্ধ্যা ৬টা)
২২ সেপ্টেম্বর: বাংলাদেশ-ফিলিপিন্স (দুপুর ৩টা)
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (দুপুর ৩টা)