নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৯৩ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় একদিনের ক্রিকেট খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ১৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
আগে ব্যাট করে, ইংলিশরা অলআউট হয় ৩৪৮ রানে। অবসর থেকে ফেরা বেন স্টোকস এই সিরিজের প্রতিটি খেলাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বেন স্টোকসের সেঞ্চুরি ও ডেভিড মালানের হাফ সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইংলিশরা। বেন স্টোকস সর্বোচ্চ ১৮২ রান করেন। এছাড়া ডেভিড মালান করেন ৯৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে, স্বাগতিকদের দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ড ১৮৭ রানে অলআউট হয়। সফরকারী দলের গ্লেন ফিলিপস ৭২ রান করেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট পান।