Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধামতো কোনো এক সময়ে উত্তর কোরিয়া যাবেন পুতিন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুবিধামতো কোনো এক সময়ে পিয়ংইয়ং সফরে যাবেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পুতিন আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বের সুসম্পর্ক অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।

সাঁজোয়া ট্রেন নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়ায় যান কিম জং উন। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে বুধবার আনুষ্ঠানিক বৈঠক করেন পুতিন ও কিম। চারঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় নানা বিষয় নিয়ে। এ সময় কিম ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি সমর্থন জানান।

রুশ প্রেসিডেন্টকে কিম বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের সিদ্ধান্তকে সমর্থন জানায়।

অপরদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও সামরিক সহযোগিতা জোরদারের কথা ভাবছে রাশিয়া। তবে কীভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে, এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ৭০ বছর বয়সী পুতিন ৩৯ বছরের কিমকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। পশ্চিমা বিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকা এ দুই দেশের বন্ধুত্ব গভীর উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকা ও এর মিত্র দেশগুলোর।

সুবিধামতো কোনো এক সময়ে উত্তর কোরিয়া যাবেন পুতিন

আপডেট : ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুবিধামতো কোনো এক সময়ে পিয়ংইয়ং সফরে যাবেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পুতিন আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বের সুসম্পর্ক অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।

সাঁজোয়া ট্রেন নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়ায় যান কিম জং উন। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে বুধবার আনুষ্ঠানিক বৈঠক করেন পুতিন ও কিম। চারঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় নানা বিষয় নিয়ে। এ সময় কিম ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি সমর্থন জানান।

রুশ প্রেসিডেন্টকে কিম বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের সিদ্ধান্তকে সমর্থন জানায়।

অপরদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও সামরিক সহযোগিতা জোরদারের কথা ভাবছে রাশিয়া। তবে কীভাবে এই সহায়তা দেওয়া হচ্ছে, এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ৭০ বছর বয়সী পুতিন ৩৯ বছরের কিমকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। পশ্চিমা বিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকা এ দুই দেশের বন্ধুত্ব গভীর উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকা ও এর মিত্র দেশগুলোর।