ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামাসের সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৭৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সীমান্ত বেড়ার পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। খবর আল জাজিরা।

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এ দিনটি উপলক্ষে বুধবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হামাস গোষ্ঠী যারা উপত্যকাটি শাসন করছেন ২০০৭ সাল থেকে। সমাবেশের সময়ই এই বিস্ফোরণ ঘটে।
বিক্ষোভকারীরা বলছেন, ভয়াবহ এ বিস্ফোরণের আগে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ফিলিস্তিনি বিস্ফোরক প্রকৌশল ইউনিট একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে তারা বিস্ফোরণটি ঠেকাতে পারেননি। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। উল্টো বিক্ষোভকারীদের দোষ দেওয়ার চেষ্টা করেছে।

এর আগে ইসরায়েলি সেনা প্রত্যাহার বার্ষিকী উদযাপনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং টায়ার জ্বালায় বিক্ষোভকারীরা। পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হলেও ফিলিস্তিনি-অধ্যুষিত এলাকা গাজা। এই এলাকাটি ৪১ কিলোমিটার বা ২৫ মাইল দীর্ঘ এবং ১০ কিলোমিটার চওড়া। একদিকে ভূমধ্যসাগর, তিন দিকে ইসরায়েল ও দক্ষিণ দিকে মিশরের সিনাই সীমান্ত। এখানে কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনির বসবাস।

নিউজটি শেয়ার করুন

হামাসের সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ ফিলিস্তিনি

আপডেট সময় : ০৬:২৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সীমান্ত বেড়ার পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। খবর আল জাজিরা।

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এ দিনটি উপলক্ষে বুধবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হামাস গোষ্ঠী যারা উপত্যকাটি শাসন করছেন ২০০৭ সাল থেকে। সমাবেশের সময়ই এই বিস্ফোরণ ঘটে।
বিক্ষোভকারীরা বলছেন, ভয়াবহ এ বিস্ফোরণের আগে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ফিলিস্তিনি বিস্ফোরক প্রকৌশল ইউনিট একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে তারা বিস্ফোরণটি ঠেকাতে পারেননি। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। উল্টো বিক্ষোভকারীদের দোষ দেওয়ার চেষ্টা করেছে।

এর আগে ইসরায়েলি সেনা প্রত্যাহার বার্ষিকী উদযাপনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং টায়ার জ্বালায় বিক্ষোভকারীরা। পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হলেও ফিলিস্তিনি-অধ্যুষিত এলাকা গাজা। এই এলাকাটি ৪১ কিলোমিটার বা ২৫ মাইল দীর্ঘ এবং ১০ কিলোমিটার চওড়া। একদিকে ভূমধ্যসাগর, তিন দিকে ইসরায়েল ও দক্ষিণ দিকে মিশরের সিনাই সীমান্ত। এখানে কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনির বসবাস।