৬ ঘণ্টার চেষ্টায় কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৬:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে
৬ ঘণ্টা পর রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন সকাল সাড়ে ৯ টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ওয়াসার সহায়তা নেয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে রাত ৩টার দিকে সেখানে আগুন লাগে।
আগুন লাগা রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে জানিয়ে লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের মুদি দোকানের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী ভাবে আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি। সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, শর্ট সার্কিট থেকে. না কি বিড়ি-সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে, না কেউ আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যাবে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
আইএসপিআর জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা। এদিকে বিজিবি জানিয়েছে, কৃষি মার্কেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। পরে আরও ১০টি ইউনিট সেখানে যোগ হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে মাজুতা-কাপড়- মুদিসহ মার্কেটের থাকা নানা দোকানপাট পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।