আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি
- আপডেট সময় : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৪ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় সফর হতে চলেছে। সফরকালীন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইউক্রেনের পেসিডেন্ট জেলেনস্কি। পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দিবেন। সাধারণ পরিষদের অধিবেশনে ভলোদিমির জেলেনস্কির বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এই অধিবেশন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে সফররত অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠক করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এছাড়া ইসরায়ালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকক করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।