গাজীপুরে বাসের চাপায় শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬০ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের বাসের চাপায় জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। জিসান সুনামগঞ্জ জেলার মইনপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু জিসানের নানা আব্দুল কাদির পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জয়নালের বাড়িতে ভাড়ায় বসবাস করে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে জিসান তার নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় তাকওয়া পরিবহন নামে একটি বাস জিসানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম। ওসি বলেন, রাস্তা পারাপারের সময় বাস চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।