Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র আন্দোলনে ঢাকা অচল করে সরকারের পতন ঘটানো হবে : দুলু

তীব্র আন্দোলন গড়ে ঢাকা অচল করার মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির জেলা কার্যালয়ে রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। তারুণ্যের রোডমার্চের লক্ষ্য তরুণ-যুব সমাজকে জাগিয়ে তোলা এবং সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনে সম্পৃক্ত করা। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন ক্রমেই ঢাকামুখী হবে। তীব্র আন্দোলন গড়ে তুলে ঢাকা অচল করার মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’

সরকারের পতনের একদফা দাবিতে রাজশাহী বিভাগে অনুষ্ঠিত তারুণ্যের রোডমার্চের কর্মসূচি উপলক্ষে নওগাঁয় দুই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে যাত্রা করে নওগাঁ হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।

বগুড়া থেকে নওগাঁ হয়ে রোডমার্চটি রাজশাহী যাওয়ার পথে নওগাঁ শহরসংলগ্ন বাইপাস সড়ক ও মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় সমাবেশ করবে। এসব সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘পৃথিবীর সব বড় বড় শক্তি এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এটা নিশ্চিত। এজন্য তিনি প্রলাপ বকতে শুরু করেছেন। কখনো বলেন, মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবেন না। আবার বলেন, আমেরিকা নাকি তাকে ক্ষমতায় রাখতে চায় না।’

আন্তর্জাতিক বিশ্ব থেকে এই সরকার ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে আর কোনো লাভ হবে না। আন্তর্জাতিক বিশ্ব থেকে এই সরকার ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে। আওয়ামী লীগের উচিত হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে নিরাপদ এক্সিট নিয়ে চলে যাওয়া।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের মতো কারচুপির নির্বাচন করে বিদেশি প্রভুদের দয়ায় এই সরকার আবারও সাত-পাঁচ করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো—এই সরকারের আর সাত-পাঁচ করে ক্ষমতায় থাকার উপায় নেই। নিশ্চিতভাবে বলতে চাই, আগামী পার্লামেন্ট নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না। পুলিশ নিয়ে আওয়ামী লীগের নেতারা নির্বাচন ক্যাম্পে যাবেন, তা আর হবে না।’

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সহসম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম রানা উপস্থিত ছিলেন।

Tag :

তীব্র আন্দোলনে ঢাকা অচল করে সরকারের পতন ঘটানো হবে : দুলু

আপডেট : ০১:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

তীব্র আন্দোলন গড়ে ঢাকা অচল করার মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির জেলা কার্যালয়ে রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। তারুণ্যের রোডমার্চের লক্ষ্য তরুণ-যুব সমাজকে জাগিয়ে তোলা এবং সরকার হটানোর চূড়ান্ত আন্দোলনে সম্পৃক্ত করা। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন ক্রমেই ঢাকামুখী হবে। তীব্র আন্দোলন গড়ে তুলে ঢাকা অচল করার মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’

সরকারের পতনের একদফা দাবিতে রাজশাহী বিভাগে অনুষ্ঠিত তারুণ্যের রোডমার্চের কর্মসূচি উপলক্ষে নওগাঁয় দুই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে যাত্রা করে নওগাঁ হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।

বগুড়া থেকে নওগাঁ হয়ে রোডমার্চটি রাজশাহী যাওয়ার পথে নওগাঁ শহরসংলগ্ন বাইপাস সড়ক ও মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় সমাবেশ করবে। এসব সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘পৃথিবীর সব বড় বড় শক্তি এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এটা নিশ্চিত। এজন্য তিনি প্রলাপ বকতে শুরু করেছেন। কখনো বলেন, মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাবেন না। আবার বলেন, আমেরিকা নাকি তাকে ক্ষমতায় রাখতে চায় না।’

আন্তর্জাতিক বিশ্ব থেকে এই সরকার ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে আর কোনো লাভ হবে না। আন্তর্জাতিক বিশ্ব থেকে এই সরকার ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে। আওয়ামী লীগের উচিত হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে নিরাপদ এক্সিট নিয়ে চলে যাওয়া।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের মতো কারচুপির নির্বাচন করে বিদেশি প্রভুদের দয়ায় এই সরকার আবারও সাত-পাঁচ করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো—এই সরকারের আর সাত-পাঁচ করে ক্ষমতায় থাকার উপায় নেই। নিশ্চিতভাবে বলতে চাই, আগামী পার্লামেন্ট নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না। পুলিশ নিয়ে আওয়ামী লীগের নেতারা নির্বাচন ক্যাম্পে যাবেন, তা আর হবে না।’

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সহসম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম রানা উপস্থিত ছিলেন।