০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দুই আমেরিকান কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত আমেরিকার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। আগামী সাত দিনের মধ্যে তাঁদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকার বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান দূতাবাসের ওই দুই কর্মী রুশ নাগরিক রবার্ট শোনোভের সঙ্গে সম্পর্ক তৈরি করে গুপ্তচরবৃত্তি করছিলেন। এ জন্য তাঁদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করা হয়েছে এবং তাঁকে অবহিত করা হয়েছে যে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন এবং দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মার্কিন দূতাবাসের ওই দুই কর্মী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ‘গোপনীয় সহযোগিতার’ অভিযোগে অভিযুক্ত রাশিয়ার নাগরিক রবার্ট শোনোভের সঙ্গে যোগাযোগ রেখে অবৈধ কার্যকলাপ পরিচালনা করেছিলেন।

রুশ নাগরিক রবার্ট শোনভ এর আগে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে মার্কিন দূতাবাসে প্রায় ২৫ বছর কাজ করেছেন। ২০২১ সালে ইউক্রেনের সংঘাতের বিষয়ে মার্কিন কূটনীতিকদের কাছে তথ্য দেওয়ার অভিযোগে তুলে তাঁকে চাকরিচ্যুত করে মস্কো। তবে মস্কো এ দাবি প্রত্যাখ্যান করেছে আমেরিকা। চলতি বছরের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে মার্কিন নাগরিক ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচকে আটক করে রাশিয়া। আমেরিকা এই সাংবাদিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, রুশ কর্তৃপক্ষ তাঁকে ভুলভাবে আটক করেছে।

এ ছাড়াও রাশিয়া ২০২০ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে পল হুইলান নামের যুক্তরাষ্ট্রে একজন সাবেক মেরিন সেনাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে। তাঁকে মুক্তি দিতে রাশিয়াকে অনুরোধ করেছে আমেরিকা।

দুই আমেরিকান কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

আপডেট : ০৭:২৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় নিযুক্ত আমেরিকার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। আগামী সাত দিনের মধ্যে তাঁদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকার বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আমেরিকান দূতাবাসের ওই দুই কর্মী রুশ নাগরিক রবার্ট শোনোভের সঙ্গে সম্পর্ক তৈরি করে গুপ্তচরবৃত্তি করছিলেন। এ জন্য তাঁদের অবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করা হয়েছে এবং তাঁকে অবহিত করা হয়েছে যে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন এবং দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মার্কিন দূতাবাসের ওই দুই কর্মী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ‘গোপনীয় সহযোগিতার’ অভিযোগে অভিযুক্ত রাশিয়ার নাগরিক রবার্ট শোনোভের সঙ্গে যোগাযোগ রেখে অবৈধ কার্যকলাপ পরিচালনা করেছিলেন।

রুশ নাগরিক রবার্ট শোনভ এর আগে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে মার্কিন দূতাবাসে প্রায় ২৫ বছর কাজ করেছেন। ২০২১ সালে ইউক্রেনের সংঘাতের বিষয়ে মার্কিন কূটনীতিকদের কাছে তথ্য দেওয়ার অভিযোগে তুলে তাঁকে চাকরিচ্যুত করে মস্কো। তবে মস্কো এ দাবি প্রত্যাখ্যান করেছে আমেরিকা। চলতি বছরের শুরুর দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে মার্কিন নাগরিক ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচকে আটক করে রাশিয়া। আমেরিকা এই সাংবাদিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, রুশ কর্তৃপক্ষ তাঁকে ভুলভাবে আটক করেছে।

এ ছাড়াও রাশিয়া ২০২০ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে পল হুইলান নামের যুক্তরাষ্ট্রে একজন সাবেক মেরিন সেনাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে। তাঁকে মুক্তি দিতে রাশিয়াকে অনুরোধ করেছে আমেরিকা।