সাভার পৌরসভায় অধিকাংশ সড়কের বেহাল দশা
- আপডেট সময় : ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬০৩ বার পড়া হয়েছে
সাভার পৌরসভার অধিকাংশ সড়কের বেহাল দশা। বছরের পর বছর ভাঙাচোড়া সড়ক আর জলবদ্ধতায় দুর্বিসহ জীবন পার করছে পৌর এলাকার বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় পানি জমে থাকে সড়কে। স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন, মানবন্ধন করেও প্রতিকার পায়নি।
সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টিয়াবাড়ী এলাকার সড়কের রাস্তা আছে, তবে হাঁটার উপায় নেই। বেহাল এ সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মানুষের দুর্ভোগের শেষ নেই। নোংরা পানি, শিল্পকারখানার বর্জ্য ও খানাখন্দে ভরা এ সড়কের দূরবস্থা যেন দেখার কেউ নেই।
সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডে অন্তত ১৫ লাখ মানুষ বসবাস করে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অধিকাংশ সড়কেরই এমন বেহাল অবস্থা। বছরের পর বছর ধরে চলা এ সমস্যা সমাধানে পৌর কর্তৃপকক্ষের নেই কোন দৃশ্যমান উদ্যোগ। দাবি দাওয়া জানিয়েও লাভ হয় না বলে অভিযোগ বাসিন্দাদের।
ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র আব্দুল গনি।পৌরসভার বাসিন্দাদেরও সচেতন থাকার আহবান জানান তিনি।